ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

অ্যাপোলোতে নেয়া হয়েছে প্রথম আলোর আলোকচিত্রী জিয়াকে

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১০ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার রাতে রাজধানীর পান্থপথে তার মোটরসাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে যায়। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক  ডা. মোজাফফর আহমেদ দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে জানান, জিয়া ইসলাম মাথায় বড় ধরনের আঘাত পেয়েছেন। ফলে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসক হিসেবে তিনি আশাবাদী হলেও তার অবস্থা সঙ্কটাপন্ন বলে তিনি মন্তব্য করেন।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আবদুল গফুর জাগো নিউজকে বলেন, এর আগে সকালে ছয় সদস্যের একটি বোর্ড গঠন করে জিয়া ইসলামের শারিরীক অবস্থা পর্যালোচনা করা হয়।

এমইউ/এনএফ/এমএস

আরও পড়ুন