ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

৮ দিনের রিমান্ডে বাঁশের কেল্লার ফাহাদ

প্রকাশিত: ১১:০২ এএম, ১৩ মার্চ ২০১৫

তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় বাঁশের কেল্লার এ্যাডমিন পরিচালনাকারী এম জিয়া উদ্দিন ফাহাদকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ফাহাদকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এসময় পল্লবী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান দশ দিনের রিমান্ড আবেদন জানায়। পরে বিচারক মোল্ল্য সাইফুল আলম আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এসক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, ‘বাঁশেরকেল্লা ফেসবুক পেইজের মূল এডিটোরিয়াল অ্যাডমিন হিসেবে কাজ করতো জিয়া উদ্দিন ফাহাদ। তিনি ছাত্রশিবিরের মিডিয়া উইং-এরও পরিচালক। ফাহাদ ‘বাঁশের কেল্লা’(মেইন), ‘তিতুমীরের বাঁশের কেল্লা, ‘আওয়ামী ট্রাইব্যুনাল’সহ ৫০টির বেশি ফেসবুক পেইজের অ্যাডমিন চালাতো।

মনিরুল ইসলাম আরও বলেন, বেশ কয়েকজন প্রশিক্ষিত আইটি বিষেশজ্ঞ ফাহাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে।

এএইচ/পিআর