ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিককে জবাই করে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ মার্চ ২০১৫

লালমনিরহাটের জনকন্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিনকে শুক্রবার বিকালে জবাই করে হত্যার চেষ্টা চালায় একদল দুর্বৃত্তরা। সদর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন মোগলহাটের কর্ণপুর গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা এ হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ শাহিনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কর্ণপুর গ্রামের মৃত হুজিত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪০) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বরিশাল জেলার গৌর নদী উপজেলার রাংতা পাড়া গ্রামের জরিনা বেগম (২৫) নামের এক নারীকে বিয়ে করে ২ মাস আগে বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে প্রথম স্ত্রীর সাথে তার দাম্পত্য কলহ সৃষ্টি হয়। ঘটনার দিন শুক্রবার জুম্মার নামাজের পর সাজ্জাদ হোসেনের বাড়িতে এ নিয়ে গ্রাম্য শালিশ বসে। শালিশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করায় সাজ্জাদকে মারপিট করা হয়।

লালমনিরহাটের জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন সাজ্জাদ হোসেনের নিকট থেকে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। বিকাল সাড়ে চারটার দিকে কর্ণপুর চওড়াটারী মসজিদ এলাকার সড়কে তথ্য সংগ্রহের একপর্যায়ে দুর্বৃত্তরা সেখানে এসে তার সাথে তর্ক-বির্তকে লিপ্ত হয়। এরপর তারা সাংবাদিক শাহিনের গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে সাংবাদিক শাহিন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছি। তারা আমাকে জবাই করে হত্যা করতে চেয়েছিলো। আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি।’

সাজ্জাদ হোসেন আরো বলেন, ‘আমাকে শালিশে বেদম মারপিট করা হয়। এ খবর পেয়ে সাংবাদিক শাহিন সেখানে ছুটে গেলে তার উপর হামলা চালানো হয়।’

সাংবাদিক শাহিনের ছোট ভাই শামিম আহম্মেদ বলেন, ‘আমার ভাইয়ের উপর চালানো হামলার সুষ্ঠু বিচার চাই আমরা।’
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
এদিকে সাংবাদিক শাহিনকে জবাই করে হত্যা চেষ্টার কথা জানতে পেরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকরা দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে তাকে দেখতে ছুটে যান।

এলএ/পিআর