ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ শুরু শনিবার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

আগামী ১০ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬। এই প্রথম বিভিন্ন গণমাধ্যমের সাব-এডিটরদের নিয়ে এ ধরনের ক্রীডা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।

প্রথম রাউন্ডের খেলা লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ৩২টি দল ৮ গ্রুপে খেলবে। ৮ গ্রুপে চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। মানবকণ্ঠ ও আমাদের সময় টিমের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হবে। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা গেছে। জাগোনিউজ২৪.কম টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। টুর্নামেন্টের মূল স্পন্সর কোমল পানীয় ব্রেভার ও কো-স্পন্সর হিসেবে রয়েছে বিস্ক ক্লাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কমের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি নাছিমা আক্তার সোমা, সহ-সভাপতি কে এম শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে আলোকিত বাংলাদেশ, দি ইন্ডিপেন্ডেন্ট, বাসস, যমুনা টিভি, যায়যায়দিন, জনকণ্ঠ, জাগো নিউজ, যুগান্তর, এটিএন নিউজ, করতোয়া, নওরোজ, অবজারভার, প্রথম আলো, ইনকিলাব, নয়াদিগন্ত, আরটিভি, সংবাদ, সংগ্রাম, সমকাল, বাংলা নিউজ, সকালের খবর, মানবকণ্ঠ, চ্যানেল ২৪, জিটিভি, বণিক বার্তা, ভোরের কাগজ, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি চ্যানেল, ৭১ টিভি ও মোহনা টিভি।

এনইউ/পিআর/ওআর/বিএ

আরও পড়ুন