বিবিসি সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন বিবিসি ট্রাস্টের সভাপতি রনা ফেয়ারহেড।
গোয়েন্দা তদন্তের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, ব্যাংকটির অ-নির্বাহী পরিচালক হিসেবে গত বছর এইচএসবিসি ব্যাংক দিনপ্রতি ফেয়ারহেডকে ১০ হাজার পাউন্ড করে দিয়েছে। সপ্তাহে এক কার্যদিবস হিসাবে এভাবে তিনি ব্যাংকটি থেকে গত বছর পেয়েছেন ৫ লাখ পাউন্ডেরও বেশি অর্থ, যা বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তার প্রাপ্ত বেতনের ৫ গুণ।
সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং কালো টাকার মালিকদের সহায়তা এবং দুর্নীতিবাজদের ট্যাক্স ফাঁকির সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে এইচএসবিসি ব্যাংকের বিরুদ্ধে।
এসএ/আরআইপি