ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

মার্চের মধ্যেই জাতীয় সম্প্রচার আইন : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:১৪ এএম, ২৯ নভেম্বর ২০১৬

সাইবার অপরাধ আইন ও জাতীয় সম্প্রচার আইন জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ সম্মলনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের অধিকার খর্ব করতে আইন নয়, গণমাধ্যমের অধিকারে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে জন্যই আইন। কারণ গণমাধ্যম হোঁচট খেলে গণতন্ত্রও হোঁচট খাবে।

তিনি আরো বলেন, গণমাধ্যম সরকারের সমালোচনা করবে, ত্রুটি ধরিয়ে দেবে। তারা সংবিধান ও দেশের ইতিহাসের পক্ষে কথা বলবে। কারণ তারা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সম্মেলনের উদ্বোধন করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।
 
এমএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন