ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

একুশে টিভির চেয়ারম্যানের জামিন বহাল

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সালামের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। ইটিভি চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

গত ১০ জানুয়ারি ইটিভি চেয়ারম্যানের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেয় হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার জজ আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য প্রেরণ করে। শুনানি শেষে আবেদনটি নিষ্পত্তি করে সালামের জামিন বহাল রাখে আপিল বিভাগ।

আরএস/আরআইপি