অল ইন্ডিয়া রেডিওর শতাধিক জকি চাকরিচ্যুত
ভারতের অল ইন্ডিয়া রেডিও (এআইআর) ৩৫ বছরের বেশি বয়সী শতাধিক রেডিও জকিকে চাকরিচ্যুত করেছে।
চাকরিচ্যুত রেডিও জকিরা এআইআরের কলকাতা স্টেশনে কর্মরত ছিলেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০১৩ সালের ডিসেম্বরে রেডিও জকিদের বয়সসীমা নির্ধারণ করে এআইআরের মহাপরিচালক সরকারি প্রজ্ঞাপন জারি করেন। চলতি বছরের মার্চে একই বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ সব প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এআইআরের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিচ্যুতরা। ৩৫ বছর বয়সের পর রেডিও জকির কাজ করা যাবে না- এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
সর্বশেষ - গণমাধ্যম
- ১ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ২ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ
- ৩ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন
- ৪ উৎসব-আনন্দে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর
- ৫ মতপ্রকাশ তো অনেক দূর, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার