ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো জাগো এফএম

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

দ্বিতীয় বছরে পদার্পণ করলো দেশের জনপ্রিয় বেসরকারি রেডিও স্টেশন জাগো এফএম ৯৪.৪। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাগো এফএমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রাণের বিপণন পরিচালক কামারুজ্জামান কামাল। এ সময় প্রাণের পরিচালক ইলিয়াস মৃধাসহ গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামারুজ্জামান কামাল বলেন, রেডিও ভুবনে জাগো এফএম এখন সাড়া জাগানো নাম। প্রতিষ্ঠার এক বছরে জাগো এফএম যে সুনাম অর্জন করেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। জাগো এফএম আজ একটি নিজস্ব সত্তা তৈরি করেছে। খেলা, বিনোদনসহ শ্রোতাবান্ধব নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই এই সত্তা তৈরি হয়েছে।

আগামীর পথ চলায় আরো সাহসী ভূমিকার পাশাপাশি প্রাণবন্ত অনুষ্ঠানমালার আয়োজন করে জাগো এফএম জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ইলিয়াস মৃধা বলেন, জাগো এফএম রেডিও জগতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তারা আগামীর পথচলায় আরো সমৃদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে শ্রোতাদের মন জয় করে এগিয়ে চলার এ ধারা অব্যাহত রাখবে।

এদিকে, বর্ষপূর্তি উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাগো এফএম। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিট থেকে জাগো এফএমের নিয়মিত পাঁচজন শ্রোতাকে নিয়ে লাইভ আড্ডার অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাইভ আড্ডায় অংশ নেন মিরাক্কেল তারকা জামিল ও হৃদয়।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টুডিও লাইভ কনসার্টে গান পরিবেশন করেন পাওয়ার ভয়েজের তিন কণ্ঠশিল্পী বেলি, মাসুম ও সজল। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী পড়শী।

এরপর বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি গানে অংশ নেন কণ্ঠশিল্পী বেলাল খান ও পূজা। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন আরেফিন রুমি। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত লাইভে গান শোনায় জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’।

জাগো এফএমের স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী বলেন, ‘সব সময় চেষ্টা করেছি শ্রোতাদের মাঝে নতুন আয়োজন নিয়ে হাজির হতে। সেটা বিনোদন কিংবা খেলাধুলা; সবকিছুর মাধ্যমে। আগামীতেও আমাদের এই ভাবনা অব্যাহত থাকবে।’  

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ অক্টোবর বাণিজ্যিকভাবে পরিচালনা শুরু করে জাগো এফএম ৯৪.৪। জন্মদিনে শ্রোতা, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী ও শুভানুধ্যায়ীসহ সবাইকে জাগো এমএফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। এছাড়া আজ (বৃহস্পতিবার) দিনভর জাগো এফএম প্রাঙ্গণে নিয়মিত শ্রোতা, শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজন করা হয়েছে গেট-টুগেদার পার্টি।

এএসএস/আরএস/পিআর

আরও পড়ুন