সম্প্রচার নীতিমালায় যা প্রচার করা যাবে না
জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নীতিমালা অনুযায়ী যা প্রচার করা যাবে না তা নিম্নে দেয়া হল:
১.সশস্ত্র বাহিনী বা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা বিদ্রুপ করে কিছু প্রচার করা যাবে না, ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না।
২. জাতীয় আদর্শ ও উদ্দেশ্যর প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা, জনগণের প্রতি অবমাননা, স্বাধীন অখণ্ড বাংলাদেশের সংহতি ক্ষুন্ন হতে পারে এমন বক্তব্য; এমন কিছু প্রচার না করা, যা অসন্তোষ সৃষ্টি করতে পারে।
৩. বিভিন্ন শ্রেণি ও ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কিছু এবং ব্যক্তির গোপনীয়তা ক্ষুন্ন করে এমন কিছু প্রচার করা যাবে না
৪. রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কিংবা ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করতে পারে, এমন বিষয় প্রচার করা যাবে না।
৫. কোনো বিদেশি রাষ্ট্রের অনুকূলে যায়, যাতে অন্য কোনো বিদেশি রাষ্ট্র আঘাত পায় কিংবা যাতে বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, সে রকম কিছু প্রচারে বিধি-নিষেধ রয়েছে।
৬. কোনো জনগোষ্ঠী বা জাতির জন্য ক্ষতিকর দৃশ্য প্রচার করা যাবে না বলে নীতিমালায় বলা হয়েছে।
৭. বিদ্রোহ, নৈরাজ্য, হিংসাত্মক ঘটনা দেখানো হলে তা এমনভাবে প্রচার করতে হবে, যাতে তা কাউকে উৎসাহিত না করে।
৮. এমন কিছু প্রচার করা যাবে না, যাতে দুর্নীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত হতে পারে।
৯. আলোচনা অনুষ্ঠানে কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার পরিহার করতে হবে, এ ধরনের অনুষ্ঠানে সকল পক্ষের যুক্তি যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে।