ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

জাগো নিউজের ঈদ সংখ্যা এখন বাজারে

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ জুন ২০১৬

জাগো নিউজের ঈদ সংখ্যা ভার্চুয়াল সংস্করণের পাশাপাশি প্রিন্ট সংস্করণ এখন বাজারে পাওয়া যাচ্ছে। ৩০৬ পৃষ্ঠার এই ঈদ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা।

জাগো নিউজের ঈদ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন আবুল মোমেন, ড. মমতাজউদ্দীন পাটোয়ারী, ড. সৌমিত্র শেখর, ড. মিল্টন বিশ্বাস, শুভাশিস সিনহা ও মুসা সাদিক। উপন্যাস লিখেছেন ইমদাদুল হক মিলন, মাহবুব হাসান, লুৎফর রহমান, মনি হায়দার, স্বকৃত নোমান, নাসরীন মুস্তাফা।

গল্প লিখেছেন মোস্তফা কামাল, প্রশান্ত মৃধা, হামীম কামরুল হক, রেজা ঘটক, ইশরাত জাহান ঊর্মি, ওমর ফারুক, মনিরুজ্জামান উজ্জ্বল, তানজীনা ইয়াসমিন, তাসলিমা আক্তার, শাহনাজ নাসরীন ও সাখাওয়াত হোসেন সুজন। রম্য গল্প লিখেছেন আলী হাবিব, কিশোর উপন্যাস লিখেছেন আনজীর লিটন। রয়েছে ইতিহাসবিদ মুনতাসীর মামুনের বিশেষ সাক্ষাৎকার। খেলাধুলা নিয়ে লিখেছেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। রয়েছে সৈয়দ ইশতিয়াকের বিশেষ রচনা।

এছাড়া রয়েছে নবীন-প্রবীণ কবিদের একগুচ্ছ কবিতা। এর মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সরকার আমিন, টোকন ঠাকুর, সৈয়দ তারিক, নাসির আহমেদ, রায়হান রাইন, শামীম রেজা, বদরুল হায়দারসহ আরো অনেকে।
 
বিনোদন বিভাগে তারকাদের ঈদ ভাবনায় রয়েছে সোহেল রানা, শর্মিলী আহমেদ, সারা যাকের, আইয়ুব বাচ্চু, শাহনাজ বেলী, পূর্ণিমা, পরীমনি, বিদ্যা সিনহা মিম, বুবলির সাক্ষাৎকার।

আছে ঈদের সাজ, স্মৃতি, রান্না, ভ্রমণসহ পাঠকের চাহিদা পূরণে নানা আয়োজন।

ঈদ সংখ্যার নান্দনিক প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, অলঙ্করণ উত্তম সেন।

ঈদ সংখ্যা নিয়ে জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার জানান, গতবারের মত এবারও জাগো নিউজ ঈদ সংখ্যা প্রকাশ করেছে। পাঠকের চাহিদার কথা বিবেচনা করে দেশবরেণ্য লেখকদের বহুমাত্রিক লেখা প্রকাশ করা হয়েছে।

সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ জানান, এবার বর্ধিত কলেবরে ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে। অনলাইনে এরকম উদ্যোগ নেই বললেই চলে। সংখ্যাটি পাঠকের সংগ্রহকে সমৃদ্ধ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এএ/এমএস