ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

মিডিয়ার সমালোচনা করলেন গভর্নর

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২১ জুলাই ২০১৪

এবার গণমাধ্যমের কড়া সমালোচনা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় তিনি সংবাদ মাধ্যমের কঠোর সমালোচনা করেন।

আতিউর রহমান বলেন, ব্যাংক খাত জন আস্থা নির্ভর। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণের পরেও গণমাধ্যমে এগুলোর নেতিবাচক দিক নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। অথচ বাংলাদেশ ব্যাংক গত পাঁচ বছরে অনেক ভালো কাজ করলেও সেগুলো নিয়ে তারা তেমন লেখেন না।

এ সময় তিনি ব্যাংকিং খাতের কেলেঙ্কারীকে দু’একটি অনিয়ম বলে অভিহিত করেন।

বিকাল তিনটায় অনুষ্ঠিত এ সভায় দেশের সকল তফসিলি ব্যাংকের নির্বাহী প্রধানরা অংশগ্রহণ করেন। পরে ২০১৪-১৫ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।