ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

যৌন ও প্রজনন বিষয়ে প্রতিবেদন: সম্মাননা পেলেন ৭ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে প্রতিবেদন করায় সাত গণমাধ্যমকর্মীকে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডেইলি স্টার অডিটোরিয়ামে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, আরএইচ স্টেপের ডিরেক্টর (প্রোগ্রাম) মাহবুবুল হক এবং ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. এলভিনা মোস্তারী।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক মো. শরফুল আলম, দৈনিক কালবেলার মাহমুদুল হাসান, ঢাকা পোস্টের তানভীরুল ইসলাম, আমাদের সময়ের মো. আজাদুল ইসলাম (আদনান), ঢাকা মেইলের মো. মাহফুজ উল্লাহ হিমো, যুগান্তরের জাহিদ হাসান ও যমুনা টিভির শেখ মহিউদ্দিন মধু।

আরএইচ স্টেপ জানায়, বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি একটি বড় ভূমিকা পালন করছে দেশের গণমাধ্যম। টেলিভিশন, দৈনিক সংবাদপত্র এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তাই যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অবগত করতে ১২ সেপ্টেম্বর একটি অবহিতকরণ সভার আয়োজন করে আরএইচ স্টেপ। সেই সভায় সাংবাদিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সমন্বিত যৌনতা শিক্ষা বিষয়গুলো সম্পর্কে জানানো হয়, এবং সে বিষয়ে কিছু প্রতিবেদন তৈরির আহ্বান করা হয়। এরমধ্যে গত তিন মাসে বেশকিছু রিপোর্ট দেশের গণমাধ্যমগুলোতে প্রচার হয়। যা সামাজিকভাবে বেশ সাড়া ফেলে। সেখান থেকে সাতটি সেরা রিপোর্ট বাছাই করা হয়।

এসব রিপোর্ট প্রেজেন্ট করা হয় এবং এর নেপথ্যে তাদের কী উদ্দেশ্য ছিল জানতে চাওয়া হয়। সাতটি রিপোর্ট প্রেজেন্টেশনের পর সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং সম্মাননা পুরস্কার।

এএএম/জেডএইচ/জেআইএম