১৪ বছরে পা রাখলো দেশ টিভি
দেশের গণমাধ্যম জগতে সম্প্রচার স্বাধীনতা নিয়ে ২০০৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করেছিল দেশ টেলিভিশন। আজ ২৬ মার্চ টেলিভিশন চ্যানেলটি ১৩ পেরিয়ে পা রেখেছে ১৪ বছরে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ মার্চ) দেশ টিভির প্রধান কার্যালয়ে আনন্দ আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাবেন চ্যানেলটির জন্মদিনে।
এদিকে, দেশ টিভি পুরোপুরি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে রূপান্তর হতে যাচ্ছে বলে জানিয়েছে এর পরিচালনা কর্তৃপক্ষ। পাকিস্তানি হায়েনার কাছে বন্দি হওয়ার আগে একাত্তরের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বাঙালি জাতির স্বাধীন ভূখণ্ডে যাত্রা শুরুর এমন মহান দিনটিতেই যাত্রা শুরু করেছিল দেশ টিভি। প্রতিষ্ঠার শুরু থেকেই তাই দেশ টিভি তার প্রতিটি আয়োজনে, সম্প্রচারে, বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে চলেছে।
২০১১-তে দেশব্যাপী আলোচিত ছিল দেশ টেলিভিশনের ‘কে হতে চায় কোটিপতি’র আয়োজন। এবার দেশ টিভি প্রবেশ করতে চায়, জনগণের কাছে তথ্য সেবায়, পুরো দায়বদ্ধতায়।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের টানা ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে টেলিভিশন সম্প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তথ্যপ্রযুক্তির সেই অগ্রযাত্রায় দেশ টিভি এবার ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে।
দেশ টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী (এমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেছেন, দায়বদ্ধতার ভেতর দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ টিভি তার পথচলার ১৪ বছরে পদার্পণ করছে। পাশাপাশি মিশ্র ঘরানা থেকে পুরোপুরি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে রূপান্তর হতে যাচ্ছে এটি। নতুন আঙ্গিকে দেশ টিভি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।
দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বলেন, ২০০৯ সালের ২৬ মার্চ দেশ টিভির যাত্রা শুরু হয়েছিল। ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ টিভি শুরু থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে।
গণমানুষের বঞ্চনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠায় দেশ টিভি সব সময় সচেষ্ট। সে প্রচেষ্টা আরও ত্বরান্বিত করতে সম্প্রচারে ২৪ ঘণ্টা সংবাদ নিয়ে আসছে এ চ্যানেল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারে দেশ টিভি তার প্রয়াস চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট বলেন, নতুন আঙ্গিকে নতুন উদ্যমে যাত্রা শুরুর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো নির্ভুল সংবাদ সম্প্রচারে। তার সঙ্গে দর্শক-শ্রোতাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করছে।
আইএইচআর/এএএইচ/এমএস