ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

গণমাধ্যমকে তথ্য না দেয়ার নির্দেশনায় ডিআরইউ’র উদ্বেগ-প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৯ জুলাই ২০২১

স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড এবং রোগ ও রোগীদের সম্পর্কে গণমাধ্যমে তথ্য প্রদানে ঢালাওভাবে নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শুক্রবার (৯ জুলাই) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এই নিন্দা জানান।

তারা বলেন, ৮ জুলাই ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় সরকারি হাসপাতালে রোগীর সেবা সম্পর্কিত ও স্বাস্থ্যবিষয়ক কর্মকাণ্ড বিষয়ে গণমাধ্যমে কোনো প্রকার তথ্য প্রদান ও মন্তব্য না দিতে বলা হয়েছে। সিভিল সার্জনের এ নির্দেশনায় ডিআরইউ নেতারা ক্ষুব্ধ এবং বিস্মিত। ডিআরইউ নেতারা মনে করেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ঢালাওভাবে তথ্য না দেয়ার বিষয়টি তথ্য অধিকার আইনের সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। এ ধরনের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি এবং দুর্নীতিকে উৎসাহিত করবে। নিষেধাজ্ঞাটি অবাধ তথ্য প্রদানের জন্য কেবল অন্তরায় নয়, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে সুস্পষ্ট হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে নেতারা আরও বলেন, করোনাভাইরাস ভয়াবহ রূপ নেয়ায় সারাদেশে জনমনে এক আতঙ্ক অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালের বিদ্যমান সক্ষমতা এবং স্বাস্থ্যসেবার নানা বিষয় তুলে ধরে সংকট মোকাবিলায় সরকারের নীতিনির্ধারকদের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করছে। অন্যদিকে সাধারণ জনগণকে সচেতন ও সাবধান করে তুলতে ভূমিকা রাখছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের অনিয়ম, অপকর্ম ও ব্যর্থতা ঢেকে রাখতেই তথ্য প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করেন সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

এইচএস/জেডএইচ/জেআইএম

টাইমলাইন

  1. ০৫:১৮ পিএম, ১১ জুলাই ২০২১ জামিনে মুক্ত সাংবাদিক তানু
  2. ০৪:২১ পিএম, ১১ জুলাই ২০২১ তানুর মামলা প্রত্যাহার চান সাংবাদিক নেতারা
  3. ০৩:২৮ পিএম, ১১ জুলাই ২০২১ জামিন পেলেন সাংবাদিক তানু
  4. ০২:৪৫ পিএম, ১১ জুলাই ২০২১ আমার ছেলে অন্যায় করেনি, তাকে মুক্তি দিন : সাংবাদিক তানুর মা
  5. ০২:২৯ পিএম, ১১ জুলাই ২০২১ সাংবাদিক তানুকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন
  6. ১১:০৩ এএম, ১১ জুলাই ২০২১ হাতকড়া পরেই হাসপাতালের বেডে সাংবাদিক তানু
  7. ১০:৫৫ এএম, ১১ জুলাই ২০২১ সাংবাদিক তানুর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ
  8. ১০:২৩ এএম, ১১ জুলাই ২০২১ হাসপাতালে খাবার সরবরাহে অনিয়মের সত্যতা মিলল মামলার এজাহারে
  9. ০৮:৫৮ এএম, ১১ জুলাই ২০২১ তানুকে গ্রেফতারে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়, মুক্তি দাবি
  10. ০২:১৬ এএম, ১১ জুলাই ২০২১ অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক তানু, থানা থেকে নেয়া হলো হাসপাতালে
  11. ০১:৫৬ এএম, ১১ জুলাই ২০২১ সাংবাদিক তানুকে গ্রেফতারের বিষয়ে যা বললেন ওসি
  12. ০১:১০ এএম, ১১ জুলাই ২০২১ ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তানুকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
  13. ১০:০৮ পিএম, ০৯ জুলাই ২০২১ গণমাধ্যমকে তথ্য না দেয়ার নির্দেশনায় ডিআরইউ’র উদ্বেগ-প্রতিবাদ