ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সম্মানীর আওতায় আসছেন বিটিভির তালিকাভুক্ত নির্ধারণী বোর্ড সদস্যরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ মার্চ ২০১৯

বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্তি এবং গ্রেডেশন নির্ধারণ-সংক্রান্ত নীতিমালা বেশ আগেই চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত/গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নির্ধারণী বোর্ডে উপস্থিতির জন্য বোর্ড সদস্যদের সম্মানী দেয়ার কথা। কিন্তু এখনো সেটিতে সম্মতি দেয়নি অর্থ বিভাগ। তাই সম্মতি চেয়ে পুনরায় অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়, তালিকাভুক্ত/গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নির্ধারণী বোর্ডে উপস্থিতির জন্য বোর্ডের সদস্যদেরকে (বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ব্যতীয়) সম্মানী (বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যে হারে সম্মানী পেয়ে থাকেন সেই হারে) প্রদানের বিধান রয়েছে। বিবেচ্য নীতিমালাতে বোর্ড সভায় উপস্থিতির জন্য সদস্যদেরকে সম্মানী প্রদানের বিধান থাকায় নীতিমালারও ওপর অর্থ বিভাগের সম্মতি চাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো সম্মতি পাওয়া যায়নি।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ও কলাকুশলী তালিকাভুক্তি, গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন নীতিমালার ওপর সম্মতির জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।

এমইউএইচ/এসআর/এমএস

আরও পড়ুন