চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় ডিআরইউর উদ্বেগ
চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে চ্যানেল নাইন কর্তৃপক্ষকে এ ধরনের হঠকারী পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের গণমাধ্যম বিকাশ সরকারের ইতিবাচক উদ্যোগের সুযোগ নিয়ে, শুধু ব্যবসায়িক স্বার্থ হাসিল রীতিমতো অন্যায় ও অমানবিক। সাংবাদিক ও কর্মচারীদের ত্যাগ-তিতীক্ষার প্রতি সম্মান রেখে মানবিক হওয়া দরকার। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার চ্যানেল নাইন কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এর জেরে চ্যানেলটির ১৬০ সাংবাদিক ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন ডিআরইউ সদস্যও রয়েছেন।
চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। বার্তা বিভাগে কর্মরত সব সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দানের নোটিশ প্রদান করা হলো, যা আজ হতে ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, চ্যানেলটি এখন থেকে শুধু খেলাধুলা ও বিনোদন-সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে।
এমইউ/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ২ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৩ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৪ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৫ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর