৩টায় প্রেসক্লাবে শাহ আলমগীরের জানাজা
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি শাহ আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর দেড়টায়, গোড়ানে।
এরপর বেলা আড়াইটায় পিআইবিতে ও বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রেস ক্লাবে জানাজার বিষয়টি নিশ্চিত করেন প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম। প্রেস ক্লাবের সব সদস্যকে জানাজায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিকেল ৪টায় উত্তরা-১২ নম্বর সেক্টরে আরেকটি জানাজা শেষে সেখানকার গণকবরস্থানে তার মরেদহ দাফন করা হবে।
গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন শাহ আলমগীর। অবস্থার অবনতি হলে পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। আজ সকাল ১০টায় লাইফ সাপোর্টে রাখা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশিষ্ট এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও দেশবরেণ্য সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এইচএস/এনএফ/জেআইএম