বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা
জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ক্লাবের ১৭টি পদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির ৩টি সদস্যপদ ছাড়া বাকি সব পদেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধের পক্ষের সাইফুল-ফরিদা প্যানেল।
এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প