বিজয়ের মাসে সাইফুল-ফরিদা প্যানেলকে বিজয়ী করার আহ্বান
জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা প্যানেল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে সাইফুুল-ফরিদা প্যানেল পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্যানেল মনোনয়ন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে মান অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সব ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করার বিক্ল্প নেই।
তিনি বলেন, মনে রাখতে হবে নিজেদের ভুলে নির্বাচনে পরাজিত হলে বিজয়ী হবে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা।
পরে সাইফুল-ফরিদা প্যানেলের ১৭ সদস্যকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন ইকবাল সোবহান চৌধুরী।
মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম আরও বেগবান করতে মহান বিজয়ের মাসে বিজয়ী হতে ক্লাব সদস্যের অনুরোধ জানান সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিন।
ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্যানেল পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইঊনিয়ন (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, সাবেক মহাসচিব আবদুল জলিল চৌধুরী, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন।
এমইউ/জেএইচ/জেআইএম