ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

গণমাধ্যমেই বঙ্গবন্ধুর স্বরূপ মেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরূপ মেলে। বঙ্গবন্ধু যেসব আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছিলেন তার প্রমাণ মেলে সেই সময়কার সংবাদপত্রগুলোতেই। ইতিহাসের সাক্ষী গণমাধ্যম। আর ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থে জানান দিচ্ছে বঙ্গবন্ধুর আন্দোলনের ইতিহাস।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থের তৃতীয় খণ্ডের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবির মিলোনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

bangabandhu

পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ তৃতীয় খণ্ডে ১৯৬৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত সব তথ্যের সংকলন করা হয়েছে।

bangabandhu

তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়েই মূলত আন্দোলনের রূপরেখার ওপর দাঁড়াতে থাকে বাঙালি, যার নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আন্দোলনের খবর মিলছে সংবাদপত্রে। এ কারণে আমি মনে করি, বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে সঠিক ধারণা দিতে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আন্দোলনকে অস্বীকার করার অপচেষ্টা করেন। আন্দোলনের সঠিক ইতিহাস নির্বাসনে দিয়েছিলেন। ব্যর্থ হয়েছেন।

bangabandhu

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ তৃতীয় খণ্ডে ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। ইতিহাস মুছে ফেলা যায় না। এ গ্রন্থই বঙ্গবন্ধুর অবদানের সাক্ষ্য দিচ্ছে।

এএসএস/জেডএ/জেআইএম

আরও পড়ুন