সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি শহীদুল, সম্পাদক রানা
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি পদে কে এম শহীদুল হক (বাসস) ও সাধারণ সম্পাদক পদে সাহাদাৎ রানা (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি রুমি আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক হাসান পারভেজ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দফতর সম্পাদক রফিক ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে জামান সৈয়দী নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচত হয়েছেন আলী ইমাম সুমন, শাহনাজ বেগম, আবু কাউছার খোকন, নাসিমা আক্তার সোমা, ইসমত জেরিন, শামসুল আলম সেতু, মাসুম আহাম্মদ, জয়শ্রী জামান, বাবলু রহমান, আমিনুল রানা ও মীম ওয়ালী উল্লাহ।
রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা জাতীয় প্রেস ক্লাবে ভোট গ্রহণ চলে। ১২৫৩ জন ভোটারের মধ্যে ৬১৫ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন ডিএসইসি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান মনজুরুল আহসান বুলবুল।
এর আগে বেলা ১১টায় শুরু হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য তাজুল ইসলাম এমপি, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও বিএফইউজের (একাংশ) সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ।
এজিএমে ডিএসইসির সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান সংগঠনের সার্বিক কর্মকাণ্ড উপস্থাপন করেন। এছাড়া কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান সংগঠনের আয় ও ব্যয়ের হিসাব দাখিল করেন।
জেএইচ/জেআইএম