ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিজয়ের কবিতা ও ছড়া পাঠের প্রতিযোগিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

‘বিজয় আসে সাহস-সততা-নীতিতে, বিজয় আসে সংগ্রাম আর ধর্ম-দেশের প্রীতিতে’—স্লোগানকে সামনে রেখে বিজয়ের কবিতা ও ছড়া পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে সাউন্ডবাংলা। প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হবে নগদ ২ হাজার টাকা, ৫ হাজার টাকার বই, ক্রেস্ট ও সনদপত্র।

সাউন্ডবাংলার সহকারী পরিচালক আলেয়া বেগম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ১৬ লাইনের কবিতা বা ছড়া পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বরসহ পাঠাতে হবে। আগ্রহীরা [email protected] অথবা সাউন্ডবাংলার অফিসিয়াল পেজের ইনবক্সে পাঠাতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচিত সব কবি ও ছড়াকারকে আমন্ত্রণ জানানো হবে। নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে লেখা পাঠের পর বিচারকদের রায়ে পুরস্কার প্রদান দেওয়া হবে।

সাউন্ডবাংলার পরিচালক শান্তা ফারজানা বলেন, ‘বিজয়ের কবিতা-ছড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনের পঞ্চম তলায় অনুষ্ঠিত হবে। এতে বিচারক থাকবেন প্রথিতযশা কবি-সাহিত্যিকরা।’

এসইউ/জিকেএস

আরও পড়ুন