ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সুবীর সরকারের পাঁচটি কবিতা

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৯ মে ২০১৬

চশমা

ভাঁজ করা চশমা। চশমা কি নির্জন
হতে জানে! আদতে আগ্রাসন,
যেভাবে লোকদেবতা নাগরিক হয়ে
               ওঠেন।
****

ভাষাদিবস

চুমু নয়। চুমু বদলাচ্ছে চুমুকে।
মেঘ এসে বৃষ্টি দিয়ে যায়
আমরা কুয়াশায় ঢেকে রাখি
              যাবতীয়
****

পেঁয়াজখেতের গল্প

চাঁদের আলোয় পেঁয়াজখেত। গসপেল থেকে
খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে তুলে আনি
হাজার হাজার চা-চক্র আমাদের
সাঁতার জানি। তবু ভয়, ডুবে যাবো না
                    তো
****

বৃত্তান্ত

বৃত্তান্তে যাবো না বরং গন্তব্যে
              পৌঁছাই
ফের নীরবতা।
উনুনে গুঁজে দেব
         টুপি
****

শিরোনামহীন

সর্ষেবনে বিকেল ডুবছে আর আমি বিকেলের
                         দিকেই
হাঁটতে থাকি। যেন বা স্তব্ধতা, বাঁশির শব্দ!
কান্নাকে প্রতিরোধ করি, শরীরে হলুদ মাখি
আয়নার পাশে নখ, লিখি নখদর্পণ

এসইউ/আরআইপি

আরও পড়ুন