শাহ বিলিয়া জুলফিকারের ছড়া: একটা পলক
একটা পলক দেখতে যাঁরে
মন যে যায় মদিনায়,
স্বপ্ন যোগে দেখতে তাঁরে
পারবো কি না হায়।
তাঁরে তো দেখিনি আমি
পড়েছি যে কিতাবে,
জানি কতো সে দামি
এই মোদের ভবে।
রূপে যাঁহার মুগ্ধ জগত
গুণে মুগ্ধ সকল জন,
আমি তাঁর গোনাগার উম্মত
খুঁজি তাঁরে সারাক্ষণ।
ডাগর ডাগর আঁখিতে
ছিল ভ্রূ দীর্ঘাকার,
কর্ণে ছিল আতিয়াতে
দিবা কি অন্ধকার।
একটা পলক দেখার জন্য
আছে মুমিন অপেক্ষায়,
জীবন তাদের হতো ধন্য
দেখা পেতো যদি তোমায়।
প্রিয় নবির মুচকি হাসি
যেন ঝিনুক থেকে মুক্তা ঝরে,
ওগো নবি তোমায় ভালোবাসি
দেখা দাও গো এ গোনাগারে।
এসইউ/জিকেএস