ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ওয়ালিদ জামানের কবিতা: স্বাধীনতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

যে দিন হয়েছে গত সুদিন আসবে বলে,
সুদিন রয়েছে তত শোষণ করার দলে।
যে দিন ঝরেছে প্রাণ বুলেট লেগেছে বুকে,
বন্ধ হয়নি স্লোগান দাঁড়িয়েছে আরও রুখে!

যে দিন হয়েছে গত কদিন আগের কথা,
শোক জমেছে কত ভাই হারাবার ব্যাথা।
যে দিন গড়েছে আবার নতুন বাংলাদেশ,
পরাধীনতার শৃঙ্খল সমূলে হয়েছে শেষ!

যে দিন হয়েছে গত আগস্ট মাসের পাঁচ,
আমরা পেয়েছি যত বুলেট-বোমার আঁচ।
যে দিন লিখেছি গায়ে স্বাধীন হতে চাই,
স্বৈরাচারী তোমার বাংলায় ঠাঁই নাই!

যে দিন হয়েছে গত মনে রেখো তার ক্ষণ,
রয়েছে স্মৃতির ক্ষত হারালো যে ক’জন।
যে দিন জেনেছি বলতে পারি নির্ভয়ে সব কথা,
তুমি-আমি সেদিন থেকেই পেলাম স্বাধীনতা!

এসইউ/জিকেএস

আরও পড়ুন