জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একক ব্ক্তৃতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে একক ব্ক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাডেমির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আগামী ২৭ আগস্ট (১২ ভাদ্র) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ কর্মসূচি পালিত হবে। ওইদিন সকাল ১১টায় একক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী।
এর আগে বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহা. নায়েব আলীর সভাপতিত্বে সকাল ৮টায় জাতীয় কবির কবরে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে আমান্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
এসইউ/জিকেএস