কাল মে দিন
এখনও মে দিনের কবিতা লিখতে পারিনি।
সন্ধ্যা হয়ে এলো,
একশ’ টাকাও আয় হয়নি আজ।
শয়ে শয়ে কালো মুখ বিষণ্ন মুখ
দেখতে দেখতে বাড়ি ফিরছি।
মুখগুলো বাড়ি ফিরে আমারই মতো
ঘুমন্ত শিশুর গালে চুমু দিতে গিয়ে
থমকে দাঁড়িয়ে যাবে।
কাল মে দিন।
কী নিয়ে ফিরে যাবো ঘরে?
মুঠোভর্তি রক্ত গড়িয়ে নামছে,
লেপে দেবো সন্তানের গায়ে?
আফ্রিকার খুনিরা মজুরের বুক
খুঁড়ে সোনা নিয়ে গেছে।
স্তুপাকার লাশের পাহাড়ে
কোন স্বপ্নে ফিরেছে জীবন?
মানেসর সুজুকির বন্দি শ্রমিক,
সাভারের নিহত মজুর,
বস্তারের পাহাড় আগলানো ভূমিপুত্র
এসো, জ্বেলে দাও হারানো আগুন
আমি এই রাতের গুমোট শহরে
মে’দিনের কবিতা খুঁজবো!
এসইউ/এমএস