শাহানাজ শিউলীর কবিতা: স্যালুট তোমাদের
স্যালুট জানাই হে সোনার ছেলে-মেয়ের দল,
তোমরা ন্যায়ের অগ্নিশিখা দেশের শক্তি-বল।
জীর্ণজরা দেশটাকে আজ করছো সংস্কার,
উঠলে জেগে দেশদ্রোহী করবে বহিষ্কার।
বুকটা মায়ের খালি করে আনছে চোখের জল,
পড়বে না কেউ তাদের ফাঁদে যতই করুক ছল।
দায় নিয়েছো দেশটা গড়ার এই যে শতাব্দীর,
তোমরা দেশের গর্ব সবাই—উচ্চতর শির।
মুখোশ পরে আসবে কত দেশদ্রোহীর দল,
করবে নাটক ছলাকলা নাড়বে কাটি কল।
আসুক যতই অপশক্তি তোমরা দেবে রুখে,
জ্বালবে আগুন নতুন করে দুঃসাহসিক বুকে।
স্মরণ রেখো ভাই-বোনেদের জীবন বলিদান,
পিচপথে যে রক্ত ঢেলে রাখল দেশের মান।
সোনার দেশ মায়ের মতো রাখবে ভালোবেসে,
তোমাদেরই হাতটি ধরে উঠবে রবি হেসে।
এসইউ/জিকেএস