ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

নাহার কবিরের কবিতা: তোমার প্রতীক্ষায়

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ জুন ২০২৪

রাধিকা! আমার বাম চোখে বামপাশের জমাটবদ্ধ লাল রঙে
এক বিশ্বাসী প্রদীপের মতো করে আমি তোমায় রেখেছি।
হঠাৎ কোনো পার্থিব যন্ত্রণায়
বুকে প্রবাহিত হিমশীতল ধারাগুলো যখন
চোখে আগুন জ্বালায়,
তোমাকে নতুন প্রেমিকার মতো করে তখন;
আশ্রয় দিই ভালোবেসে পাওয়া এ-ই লাল চোখ দুটোতে।

রাধিকা আমার! বিপ্রতীপ অপেক্ষায় থেকে
তোমার পায়ে যে শিকড় গজিয়েছে—
তা বেয়ে বেয়ে আমি পৌঁছে যেতে চাই,
স্বস্তির সেই মহাসাগরে—
যেখানে সবুজ স্বপ্নে সাঁতার কাটবো আমরা দুজন;
আর সীগালগুলো গেয়ে যাবে
অসম ভালোবাসার সুরেলা সংগীত।

এসইউ/এমএস

আরও পড়ুন