ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ফারহানা নাবিলার কবিতা: প্রহর শেষে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৪ মে ২০২৪

শতাব্দীর নিঃসঙ্গতা কার বুকে কান পেতে শোনো;
তোমার চুলের ফাঁকে যে চোখ গেঁথেছে, তাকে তুমি চেনোনি। অথচ তোমার নৈবেদ্যে কুড়িয়েছে সে একশ একটি নীলপদ্ম!
আকাশ আঁকতে গিয়ে তোমার প্রতিটি আঁচড়ে নীল রং গলে বেরিয়েছে যে অবয়ব, তাকে ঢেকে গেছো আনমনে, প্রতিবার,
সে মুখ তুমি কখনো দেখোনি!
দুর্গাপূজার ঢাকের ধ্বনিতে মরে গেছে যার পায়ের আওয়াজ, তার আলতায় তোমার হাত রেঙে যায় রোজ।
জানি, আসছে শরতেই তুমি বেঁচে রইবে না আর। অথচ তোমাকে স্বাগত জানিয়েছিল শরতের শুভ্র কাশফুল, শিউলির ঘ্রাণ।
সরে যাবে দূরে, অনেক অনেক দূরে!
যেখান থেকে ফেরা হয় না কিংবা নদীর শাখার মতো; বহমান জল ফেরে না উৎসে!
থাকবে শহরজুড়ে কোলাহল, নাগরিক জীবন-পথ-ব্যস্ততা। প্রেমিকের চোখে থাকবে উপার্জনের লালসা।
তুমি চিনলে না ভূত-ভবিষ্যৎ।
বিজন জগৎ।
আহা...
তুমি আজও তোমায় চিনতে পারলে না!

এসইউ/জিকেএস

আরও পড়ুন