ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

৭ মার্চ উপলক্ষে দুটি কবিতা

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ০১:২১ পিএম, ০৭ মার্চ ২০২৪

একটা মহাকাব্য লিখবার দিন

একটি আঙুলের নির্দেশে সাত কোটি মানুষের
মুক্তির কাব্য রচিত হওয়ার দিন সাত মার্চ,
রক্ত লোলুপ হায়েনার কবল থেকে
একটি ভূখণ্ডের স্বাধীনতার মহাকাব্য লিখবার দিন।
অগণিত মানুষের উপস্থিতিতে দীপ্ত স্লোগানে স্লোগানে
আশা জাগানিয়া কাব্য রচনা করার দিন,
একটি ঐতিহাসিক দিন—স্বাধীনতা ঘোষণার দিন।
এই দীর্ঘ কবিতার কবি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব,
বজ্রধ্বনির সেই কবিতা সাত মার্চ রচিত হয়েছিল...

****

একটি তর্জনী ও বাংলাদেশ

একটি তর্জনীর ইশারায় পথ খুঁজে পেয়েছিল বাঙালি;
একটি বজ্রকণ্ঠে উজ্জীবিত হয়েছিল পুরো জাতি—
মাঠে-ময়দানে নেমেছিল স্বাধীনতাকামী জনতার স্রোত।

একজন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই পেয়েছি লাল-সবুজের পতাকা;
একজন নেতার চোখের ইশারায় রচিত হয়েছে মানচিত্র।

একটি তর্জনী মানেই বাংলাদেশ—
একজন বঙ্গবন্ধু মানেই স্বাধীন দেশ;
ত্রিশ লক্ষ শহীদের রক্ত—
অগণিত মা-বোনের সম্মানই বাংলাদেশ।

আমাদের সোনার বাংলা
জীবনানন্দের রূপসী বাংলা
পল্লীকবির নকশীকাঁথার মাঠই বাংলাদেশ—

আমি ভালোবাসি একটি তর্জনী ও বাংলাদেশ
আমি ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিব।

এসইউ/জিকেএস

আরও পড়ুন