ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

মোদের বর্ণমালা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

মো. রফিকুল ইসলাম

রফিক, শফিক, বরকতেরা
ছিলেন ভাষার ভক্ত,
রক্ষা করলেন মাতৃভাষা
দিয়ে বুকের রক্ত।

হাসিমুখে জীবন দিলেন
মাতৃভাষার জন্য,
তাদের এই আত্মত্যাগে
মোদের জীবন ধন্য।

কেমন করে ভুলবো মোরা
ভাই হারানো দিন,
কেমন করে শোধ করিবো
রক্তমাখা ঋণ।

তাই তোমাদের চরণযুগল
সাজাই ফুলের মালা,
তোমাদেরই রক্তে কেনা
মোদের বর্ণমালা।

তোমরা শহীদ তোমরা অমর
নেই তোমাদের ক্ষয়,
বুকের রক্ত ঢেলে দিয়ে
করলে ভাষার জয়।

রক্ষা করলে মাতৃভাষা
ধন্য করলে মাকে,
মায়ের হৃদয় ভরে তুলি
মিষ্টি মধুর ডাকে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন