মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের ৬৯তম জন্মদিন আজ
সাংবাদিক, শিশুসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের ৬৯তম জন্মদিন আজ (৬ অক্টোবর)। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের কফিল উদ্দীন আহমেদ ও নূরজাহান বেগমের সন্তান মোস্তফা হোসেইন, বাংলাদেশের জন্মব্যথা দেখেছেন। সনদ অনুযায়ী তার জন্ম ১৯৫৫ সালের ৬ অক্টোবর।
মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে। শিক্ষাশেষে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়। তার লেখা প্রকাশিত ৭৮টি বইয়ের ২৮টিই মুক্তিযুদ্ধের তথ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক। শিশু-কিশোর উপযোগী গ্রন্থ ৪৮টি। দুটি বড়দের উপযোগী গল্প ও উপন্যাস। অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন স্বীকৃতি হিসেবে। পেশায় সাংবাদিক মোস্তফা হোসেইন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়র কর্মী।
এইচআর/ফারুক/জিকেএস