ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

যে মেয়েটিকে ভালোবাসতাম এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৫ আগস্ট ২০২৩

মোরশেদুল ইসলাম

যে মেয়েটিকে ভালোবাসতাম

যে মেয়েটিকে ভালোবাসতাম
মুছে ফেলেছি তার নাম বহু আগেই।
অনুভূতিগুলো আজ মেঘ আর বৃষ্টি!
আমার এবং অতীতের মধ্যে
কেবল এক পলকের দূরত্ব
সবকিছু ঘুমে সমাহিত শূন্যতার গহিনে।

যে মেয়েটিকে ভালোবাসতাম
তাকে ভালোবাসার দ্বিতীয় সুযোগ যখন আসে
তখন আমি মৃত, হৃদয় অদেখা জগতে
এবং কাঁদছিলাম অঝোরে
বাতাসের মতো জড়িয়ে ধরেছিলাম তাকে
কিন্তু সে আর মানুষ ছিল না তখন
কিছু নীরব মাংসের ঘ্রাণ
তাই নীরবতাকেই আমি এখনো চুম্বন করি,
শীৎকার কোলাহলে ভরে স্বপ্নের দেশ
তবু সেই প্রেমকে আমি ফেরাতে পারি না!

****

প্রতিফলিত আঁধার

কুয়াশাভেজা ঘাসে যদি সূর্য সুন্দর হয়
তাহলে চাঁদ আরও কত সুন্দর!
কাঁঠাল গাছের বাঁকা ডাল বেয়ে নিচে নামে চাঁদ
ঘাসের বিছানাজুড়ে ঢেউ খেলে চাঁদ,
তবুও তোমার মুখের ওপর চাঁদ
জ্বলজ্বলে রূপসি, তুমি আর চাঁদ
কিন্তু কে কার প্রতিফলন? সময় এগিয়ে চলে
মনে হয় দরজা বন্ধ করে দিলে
আঁধার হবে বাইরের লতায়িত রাত!

****

স্বপ্ন বনাম স্মৃতি

স্মৃতির দোকান খুলি রোজ রাতে
পুরোনো মালের বেচাকেনা চলে আমাদের।
‘ভালোবাসি’ বলার মতো ক্লিশে প্যাঁচাল
কত আর ভালো লাগে?
সময় ফোটে ফুলের মতো
সব কি রজনীগন্ধা?
তবু কি দৃষ্টি কাড়ে না বাকি সব?
হৃদয়ও ফুলের মতো,
স্বপ্নগুলো আলো দেখে,
হয়ে যায় টক-ঝাল-মিশ্র স্মৃতি!

কল্পনায়ই আমাদের ভালো লাগে সব
কাছে পেলে স্বাদ নিলে উল্টো অনুভব!

এসইউ/জিকেএস

আরও পড়ুন