বৃষ্টির গুচ্ছ পদাবলি
মধ্যরাতের বৃষ্টি
বুনোবৃষ্টি। জুলাইয়ের মধ্যরাতে
চাঁদ ঝলমল, একাকী আমি
ক্ষেত-প্রান্তরের এক বিলের কুঁড়েঘরে।
নির্জন, বৃষ্টির শব্দ
হেলেঞ্চা আর ভাঙা নলখাগড়ার মধ্যে
ঠান্ডা জলের অজস্র ছান্দসিক সুর।
বুনোবৃষ্টি, রূপসী বাংলার ক্ষেত
জল, হেলেঞ্চা, বিভিন্ন ফুল। আরও কত কিছু!
তবে তৃষিত মন।
এমন কত বৃষ্টিময় শাওন রাত পার করেছি!
ভিজেছি চাঁদের সঙ্গে ঝুমবৃষ্টি মেখে।
শুধু এবার তুমি পাশে নেই!
****
তুমি তো বৃষ্টির ছোঁয়া
রুপালি বৃষ্টির সময় নতুন জীবন পাই।
সবুজ ঘাসে বৃষ্টিফোঁটা
সমতলজুড়ে উঁকি দেবে বিচিত্র ফুলেরা
জলেও বিছিয়ে পড়বে সবুজ আর
ছোপ ছোপ বর্ণিলে
ধূসর সাম্রাজ্যে সবুজের রাজত্ব হবে।
বৃষ্টির পর প্রজাপতির রেশমি ডানা
নীল আকাশের নিচে
সবুজ পাতাদের হাতছানি
রংধনুর উল্লাস
কার্নিশে গান গায় দোয়েল
গাছের পাতায় আলোড়ন
সন্ধ্যার বাতাসে ফুলের পারফিউম
এই তো বসন্ত, এই বসন্ত
আমার নতুন জীবন দেয়
বৃষ্টিশিল্পী আনে কবিতার খোরাক।
তুমি যেন বৃষ্টির ছোঁয়া।
****
আজ ভিজব না, শুধু বৃষ্টি দেখব
জানালা খুলে দেখি, একি!
মিষ্টি বাতাস
ফিসফিস বাতাস সন্ধ্যার বৃষ্টিতে।
ঝির-ঝির করে ঝরে
বৃষ্টি নয় যেন সুগন্ধ, সুরের নামতা।
আজ ভিজব না, শুধু বৃষ্টি দেখব
বৃষ্টির গান শুনব, গন্ধ নেব বাতাসের।
একাকী আমি ভিজব না আজ
সুখেন্দ্রীয় আজ নাহয় রাগই করুক।
****
শ্রাবণের বৃষ্টি
শ্রাবণের বৃষ্টি, তুমি দিয়েছো
ফুলে-ওঠা আকাশের মতো এত প্রাণ
এত সবুজ!
পাহাড়ধোয়া উপত্যকার হঠাৎ-জলের মতো
নদীগুলো উপচে পড়ে।
নীলিমার নিচের ধূসর প্রবাহ
সবুজগুলো ঝলমলে হয়ে ওঠে
এসইউ/জিকেএস