ওয়ালিদ জামানের গুচ্ছ কবিতা
ভীষণ মন খারাপের দিনে
আমার ভীষণ একলা দুপুর
রৌদ্রটাকে ভীষণ গায়ে মাখি
সঙ্গী সাথে স্তব্ধ পুকুর
জল তরঙ্গ দেখি।
আমার ভীষণ মেঘের সাথে জমে
বৃষ্টিটাকে আকড়ে ধরে রাখি
সুখ কিনি তাই ভীষণ কম দামে
বিনে পয়সায় দুঃখ পোষা শিখি।
আমার ভীষণ প্রিয় সন্ধ্যাবেলা
নীড়ে ফেরা পাখি
বুকে ভীষণ আকাশ খোলা
দিন শেষে সব ফাঁকি।
আমার ভীষণ মন খারাপের দিনে
জলে ভেজা নয়ন ঢাকি
ভীষণ রকম কষ্ট গুনে
নিজের ভেতর নিজেই রুখি।
****
সর্বনাশ
উষ্ণ বাতাস, দীর্ঘশ্বাস
রোদ ঝরানো দিনে
দু’চোখ পানে সর্বনাশ
তোমায় দিলাম কিনে!
উদাস দুপুর, পদ্মপুকুর
মনের খবর জানে
বৃষ্টি খানিক টাপুর-টুপুর
কোন সে গহীন বনে!
শ্যামল ছায়া, কেমন মায়া
অচিন সুখের টানে
ভালোবাসায় পূর্ণ খেয়া
স্বর্গ সুখের পানে!
মেঘের বাড়ি, সারি সারি
নতুন কোন গানে
তোমায় ভালোবেসে মরি
বলল কানে কানে!
এসইউ/জিকেএস