ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আবু আফজাল সালেহের গুচ্ছ কবিতা

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৮ জুলাই ২০২৩

এটা তো পৌরুষ না, এটা তো কাপুরুষ

তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে
নির্ভেজাল হয়ে
ক্লান্তি নেই, গ্লানি নেই, কূট কোনো ভাবনাও নেই
অথচ আমি পাপ কিনছি তোমাকে নিয়ে।
তুমি হয়তো জানোই না
এমন ভাবনার চিন্তাও মাথায় আসেনি তোমার
পাপের চিন্তায় বারবার আমার মগজে
তোমাকে ঘিরে
নিষ্পাপ তোমার মধ্যে মুখোশে আমি।
তোমার আস্থা ও বিশ্বাসে কত ভুল জানো?
আমরা জানি,
পুরুষরা পোষে এসব

আমার মতো এমন ভণ্ড অনেক পাবে
ময়লার স্তূপের গন্ধ সাদা পোশাকে ঢেকে রেখেছে
এসবই তো ভণ্ডামি, এসবই তো এক রকমের গুন্ডামি
এটা তো পৌরুষ না, এটা তো কাপুরুষ।

****

বাতাস ও তিনটি পাখি

গোধূলির শান্ত-আকাশে
বাতাসের বিপরীতে তিনটি পাখি—
উড়ছে, গাইছে, বারবার দোল খাচ্ছে

ট্র্যাকে ফিরে যাচ্ছে বারবার।
আমরা দেখছি
সৌন্দর্য মুগ্ধ করছে—
পাখিদের সংগ্রাম আর কষ্টগুলো এড়িয়ে।

ট্র্যাকে-চলা অসংখ্য পাখি নিরীহ-সৌন্দর্য দেয়—

আমাদের মুগ্ধ করে না কিংবা কম মুগ্ধ করে
উত্থান-পতনের ডানাগুলো শুধুই বীরদের—

আমাদের প্রথম পছন্দের—
যেমন এই তিনটি পাখি।

****

লাল ব্লাউজ

এক তরুণী পরেছিল সবুজ শাড়ি, লাল ব্লাউজ
ঘুরছিল মুক্ত বাতাসে
শবের মধ্য দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল
অস্থিরতা থেকে, খাঁচা থেকে মুক্তির খোঁজে
কিছু শব পিছু নেয়
দৌড় দেয় তরুণীর পিছে পিছে।

অন্ধকারে কী যে ঘটল, পথচারী দেখতে পায়নি
পথগুলোও বিষম শত্রু হয়ে গেল হঠাৎ
মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি!

গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটি
হতে পারেনি
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।

এসইউ/জিকেএস

আরও পড়ুন