ওয়ালিদ জামানের দুটি প্রেমের কবিতা
লুকিয়ে কেন মিথ্যে এমন?
ফুড়িয়ে গেলে প্রয়োজন
ফিরিয়ে তুমি দেবে
আমার সকল আয়োজন
বৃথাই রয়ে যাবে।
বাড়িয়ে দেওয়া হাতটি যখন
হারিয়ে খুঁজে পাবে
আর হবে না সময় তখন
নতুন পাওয়ার লোভে।
লুকিয়ে কেন মিথ্যে এমন?
সাজিয়ে নাটক তবে
ভালো তুমি বাসলে কখন?
অভিনয়ে ডুবে।
জ্বালিয়ে যাবে অগ্নি দহন
জড়িয়ে থাকা বুকে
হোক না আমার দগ্ধ জীবন
তুমি থাকো সুখে।
****
তবুও তুমি রাধা
থাক না এমন ভালোবাসা
মায়ায় পড়ে বাঁধা
নাইবা হলো কাছে আশা
তবুও তুমি রাধা।
কোথায় পাব কোথায় পাবো
তোমার সকল দ্বিধা
আমি না হয় কৃষ্ণ হবো
ভাঙতে সকল ধাঁধা।
থাক না তোমার খোঁপার বেলি
লাগুক পায়ে কাঁদা
মেঠোপথে আজ গোধূলি
হোক না ধুলোয় সাদা।
মিটবে কবে তোমায় নিয়ে
আমার স্বপ্ন সুধা
ভালোবাসি বলবো গিয়ে
তোমায় প্রিয় রাধা।
এসইউ/জিকেএস