আনিস ফারদীনের একগুচ্ছ অণুকবিতা
এক.
আমার সব বিস্ময়ে তুমি আজও
সব হিসেবেও তাই;
আচ্ছাদনের এই জীবন মাঝেও
তুমিময় পুরোটাই।
দুই.
নিত্য শহর ভাঙে, শহর গড়ে
ভেঙে বিদীর্ণ প্রাচীন এক বুক;
অজানা কোনো এক দূরের পথে
আজও তাকিয়ে এ দু’চোখ!
তিন.
অভিমানের ভাষার সাথে
করেছি যে সন্ধি;
হৃদয়ের সাথে হৃদয় মিলে
হয়ে আছি বন্দি।
চার.
বেঁচে থাকার আর্তনাদে
রোজ মরে যাই,
আত্মশুদ্ধির হিসেবটুকু
ফিরে ফিরে চাই।
পাঁচ.
আমার না বলা গল্পের প্লটে
তুমি নিয়ে এসো স্নিগ্ধ ভোর;
আলোর মিছিলে আমিও আছি
চলে যাবো তুমি-আমি বহুদূর।
এসইউ/জিকেএস