সব মিলিয়েই তুমি এবং অন্য কবিতা
সব মিলিয়েই তুমি
আমার জানালায় হঠাৎই সন্ধ্যাতারা নেমেছে
আলোকিত করছে আমার ঘর
চকলেট রঙের পাখি ফিরছে নীড়ে
গঙ্গাতীরের হাওয়ায় ভরে গেল শরীর
লোমকূপে মিশে গেল মিষ্টি গন্ধ।
সুখগুলো কি সন্ধ্যাতারা?
সুখগুলো কি বর্ণচ্ছটা?
সুখগুলো কি গঙ্গাতীরের খোলা বাতাস?
সব মিলিয়েই কি তুমি,—কস্তুরি বাতাস?
****
একটি
আমাদের সকলের দরকার
একটি দিন
একটি মাস
একটি বছর—
একটি স্বপ্ন।
লালিত-স্বপ্ন বা উদ্দেশ্য বাস্তবায়নে লক্ষ-কোটি মানুষ সংগ্রাম করে
যেমন এই ধরো সেরা স্বপ্ন স্বাধীনতা
বলতে পারো বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন
আবার বলতে পারো আইন তার নিজের পথে চলা
—এটাও তো স্বপ্ন হতে পারে, তাই না?
****
পথশিশুর স্বপ্ন
পথশিশুর কাছে আমরা আমাদের ভবিষ্যৎ বলি—
যাদের পায়ে পরার মতো জুতা নেই
যাদের খাওয়ার মতো কোনো খাবার নেই
যারা কিছু অবাস্তব আশায় বিশ্বাসী।
তবুও তাদের স্বপ্ন দেখার সাহস আছে
যে স্বপ্নগুলো বন্য এবং স্বাধীন।
তাদের মনের স্বপ্নগুলো আমাদের চোখে দেখি!
এসইউ/জিকেএস