ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বৈশাখের তিনটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

আলাউদ্দিন হোসেন

আনন্দ মেলা

বৈশাখ আসে বাংলাজুড়ে
নিয়ে আনন্দ মেলা
বৈশাখ আসে ছড়িয়ে দিতে
উল্লাস সারাবেলা।

বৈশাখ আসে কৃষ্ণচূড়ায়
নিয়ে হাসিমুখ
বৈশাখ আসে বিলিয়ে দিতে
নব আনন্দ সুখ।

বৈশাখ আসে ধুয়েমুছে
পুরাতনকে ভুলে
বৈশাখ আসে মেলা নিয়ে
রমনা বটমূলে।

****

বৈশাখ মাস

বৈশাখে হয় মাত্রা ছাড়া
বেপরোয়া ঝড়
গাছপালা উপড়ে ফেলে
ভেঙে ফেলে ঘর।

সন্ধ্যা হলে খেলা করে
কালো মেঘের দল
বাতাস এসে দেয় বাড়িয়ে
ঝড়ের গতিবল।

হঠাৎ করে ভেসে আসে
কালো মেঘের সুর
এক নিমিষেই ছড়িয়ে পড়ে
দূর থেকে বহুদূর।

****

কৃষ্ণচূড়ার ঢং

গাছে গাছে কৃষ্ণচূড়া
হাসে সারাবেলা
বৈশাখ হাওয়া উড়ে উড়ে
ভাসায় রঙিন ভেলা।

কৃষ্ণচূড়া আগুনঝরা
ছড়ায় নানা রং
ইচ্ছেমতো যখন তখন
করে নানা ঢং।

রং মাখা ঢং দেখে
নাচে শিশু-কিশোর
বাংলাজুড়ে কৃষ্ণচূড়া
বসায় রঙের আসর।

এসইউ/জিকেএস

আরও পড়ুন