ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

স্বাধীনতার ৩টি কবিতা

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৭ মার্চ ২০২৩

কৃত্রিম আলোয় থেমে যায় স্বাধীনতা

আহা, বিস্তীর্ণ মাঠে ধূসর অন্ধকার
লাল-সবুজের ঘরে
গন্ধমাখা উতাল বাতাস
মিটিমিটি আলো জ্বেলে দেয় জোনাকি।

নিঝুম রাতের তারা, বিপ্লবী কবিতারা
সামনে এসে দাঁড়ায়—
বলে, ‘আহা, স্বাধীনতা’।
নানা প্রাণ, দম অফুরান
ডানা মেলার ডাক, মজে গেছে সব বাঁক
চারিদিকে খেলা করে
স্বাধীনতারা।

কৃত্রিম টর্চের আলো পেয়ে
থেমে যায় প্রাণের মেলা।

****

বিজয় থেকেই স্বাধীনতা

আগুন থেকেই আলো—
সূর্যও তো আগুন
কুঁড়ি থেকেই গোলাপ—
গোলাপ নিয়েই তো বাগান।

বিজয় থেকেই একটি পতাকা—
একটি পতাকা থেকেই কিন্তু স্বাধীনতা।

****

নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো

ইচ্ছা একটি চিরন্তন তৃষ্ণা
ইচ্ছের সীমা নেই
তৃষ্ণার শেষ নেই।

ইচ্ছাশক্তি সাফল্যের বৃহত্তম মুকুট
হৃদয়ের সেরা স্পন্দন।

বিষ হজম করে নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো।

এসইউ/জিকেএস

আরও পড়ুন