মেহনাজ মীমের কবিতা: ব্যস্ত শহর
রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে
ঠাঁয় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা,
মিনিট দশেক চেষ্টা করেও
পার হতে পারছেন না রাস্তা,
তার ক্লান্ত লাগছে ভারী!
রাস্তার পাশের মুচি
মন দিয়ে করছেন জুতো সেলাই,
তার কাছে ঘাম, ধুলা, রোদের
নেই কোনো বালাই।
এক পথশিশু বালতি করে
বিক্রি করছে রঙিন রঙিন ফুল,
জীর্ণ-শীর্ণ অবস্থা তার,
ময়লা পোশাক, রুক্ষ খোলা চুল।
এক অভিমানী প্রেমিকার মান ভাঙাচ্ছে
রোগা লম্বা এক ছেলে,
আশায় আছে তার কাণ্ড দেখে,
প্রেমিকা তার এই না হেসে ফেলে!
কাঁধে ব্যাগ নিয়ে সাত-আট বছরের এক শিশু
স্কুলে যাচ্ছে বাবার হাত ধরে,
অবাক চোখে দেখছে শহর,
দুই মিনিটেই হারিয়ে গেল ব্যস্ততার ভিড়ে।
ওভার ব্রিজে দাঁড়িয়ে দেখছি
রাস্তার নানা রকমের চিত্র,
একই রাস্তায় বিভিন্ন চরিত্রের
জীবনযাত্রা কতটা বিচিত্র!
কারো জন্য নেই কেন কারো সময়?
অভিযোগ এই কাব্যে,
মৃদু একটু হেসে আবার হাঁটা শুরু করলাম,
নিজের চেনা কোনো গন্তব্যে।
কবি: দ্বাদশ শ্রেণি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
এসইউ/জিকেএস