ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সাতটি প্রেমের কবিতা

মো. আবুসালেহ সেকেন্দার | প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ অক্টোবর ২০২২

১.
তোমার ভালোবাসা পেলে
সমুদ্রও আমায় ছোঁবে না
উত্তাল ঢেউ রেখে যাবে কূলে
হরিণ চোখা মেয়ে—
দেখবো তোমায় ভাসতে ভাসতে জলে।

২.
তোমার আমার মধ্যে তুলো না দূরত্বের দেয়াল
শুধু ভালোবেসো
চশমা খুলে একবার আমায় দেখো
চোখে চোখ রাখো।

৩.
ভেবেছি আমি কিনে দেব তোমায়
ভিয়েনা, বুদাপেস্ট, রেন্ডি
তুমি চাইলে ভালোবেসে
এক টুকরো ধানমন্ডি।
ওগো, হরিণ চোখা মেয়ে
যদি একবার রাখো চোখে চোখ
বিনিময়ে পাবে
ধানমন্ডির সাথে
গুলশান, উত্তরা, বনানী।

৪.
একরাশ অভিমান নিয়ে
কাকডাকা ভোরে ভেঙেছে ঘুম
কোকিলের ডাক বসন্তের হাওয়া
কিছুতেই বসেনি মন।
কত কথা জমে আছে মনে
হয়নি বলা অভিমানে
লিখে দিয়েছি, অজান্তার খাঁজে খাঁজে
লিলনের ভাঁজে ভাঁজে।
বসন্তের বাতাসের হিমেল হাওয়ায়
দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন
প্রকৃতি সেজেছে আপনরূপে
কোথাও নেই আজ ফাগুন।
তুমি কী জানো? হরিণ চোখা মেয়ে
পৃথিবীর শেষ সূর্যোদয়ে
চোখে চোখ রাখার বাসনায়
রাবিনাল আচি খুঁজি মায়ায়।

৫.
আমি মরে যাই প্রেমে
তুমি উদাসীন
জোনাকির আলোয় যাই নীল জলে
কোথায় নিজেকে রেখেছো সমাসীন।
ওগো, হরিণ চোখা মেয়ে
জাগো, ভাঙো অভিমান
প্রেম দাও আমায়,
জুড়াও প্রাণ।
প্রলয়ের কালে
নিশিথের কালো অন্ধকারে
ভালোবেসে জ্বালো আলো
তোমার দু’চোখে দেখাও আমায়
পৃথিবীর শেষ সূর্যোদয়।

৬.
আকাশ আর জমিনের
আজ আর—
নেই কোনো দূরত্ব
চারিদিকে কেবল মেশক আম্বরের গন্ধ।
মহানত্বের চাদরে ঢাকা জাফরানি উদ্যানে
ফাঁপা মুক্তার গম্বুজ খুঁজি
তোমার হরিণ চোখে
মধুর সাগর শরাব সাগর দেখি।
কোথাও নেই কোনো কারিগর
নদীর দু’কূল ভরা সোনা, সব অচল
তবুও স্বপ্ন দেখি—
ফিরবো আবার রুপালি ইলিশের দেশে
যদি তুমি থাক পাশে।

৭.
কৃষ্ণপক্ষ রাতে উঠবে চাঁদ
যখন গোপনে রাখব হাতে হাত
অনামিকা কনিষ্ঠার খুনসুটিতেও
থামবে না—
তোমার ভাববাদে আমার মুগ্ধতা।
রাজাসনে বাসরত হুরেরা
স্বর্গের নিচের রূপবতী হ্রদে ভেনাস
আমি খুঁজি—তোমার হরিণ চোখ
আমার স্বর্গ, আমার যত সুখ।

এসইউ/জিকেএস

আরও পড়ুন