বঙ্গবন্ধুর বই পড়ে রচনা লিখে পুরস্কার
বঙ্গবন্ধুর বই পড়ার মাধ্যমে ইতিহাসকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ জুলাই সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা গ্রামে বিলকিছ আলম পাঠাগার এ আয়োজন করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক রচনা প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কবি মিনার মনসুর। প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) এইচ আর হারুন। সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বাকৃবির অধ্যাপক কাজী শেখ ফরিদ, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, জেলা সরকারি গ্রন্থাগারের মোহাম্মদ নাফিস সাদিক শিশির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক সংকট দূর করতে বইপড়ার মতো গুরুত্বপূর্ণ কাজ পাঠাগারই করে। বুদ্ধিবৃত্তিক চর্চা একটি দেশের উন্নয়নকে দীর্ঘস্থায়ী করে তোলে। বিলকিছ আলম পাঠাগার সে কাজটি করে চলেছে।
বিলকিছ আলম পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, অধ্যক্ষ আবদুল জলিল, প্রভাষক শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক নান্টু চন্দ্র দেবনাথ, কবি আমজাদ হোসাইন, পাঠাগারের সহ-সভাপতি ও গ্রন্থাগারিক আমিনুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
এসইউ/জিকেএস