ঐহিক মৈত্রী সাহিত্য সম্মাননা পেলেন মাসুদুজ্জামান ও ওবায়েদ আকাশ
বাংলা ভাষার বিশিষ্ট কবি-প্রাবন্ধিক-সমালোচক মাসুদুজ্জামান এবং এই সময়ের ভিন্ন স্বর ও ব্যতিক্রম ধারার কবি ওবায়েদ আকাশ পেলেন পশ্চিমবঙ্গের ‘ঐহিক মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৬’।
আগামি ৩ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার মমার্ত মঞ্চে বিকাল পাঁচটায় বাংলাদেশের এই দুই কবিকে সম্মাননা প্রদান করা হবে। মাসুদুজ্জামানকে তাঁর কবিতা, অনুবাদ, গদ্যসাহিত্য তথা এযাবতকালের সাহিত্যকর্মের জন্য এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।
ওবায়েদ আকাশের ভিন্নধারা ও নতুন চিন্তার কবিতা, গদ্য এবং সাহিত্য ও চিন্তা-শিল্পের ছোটপত্রিকা ‘শালুক’ সম্পাদনা তথা সামগ্রিক লেখালেখির জন্য এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয় তাকে।
‘ঐহিক’ পশ্চিমবঙ্গের একটি পুরনো ও সমৃদ্ধ লিটল ম্যাগাজিন ও সাহিত্য সংগঠন। পত্রিকাটি প্রতি তিন মাস পরপর অনলাইন ও প্রিন্টেড ভার্সনে প্রকাশিত হয়। শুরু থেকেই পত্রিকাটি দুই বাংলার সাহিত্যের মেলবন্ধন ঘটানোর প্রয়াস হিসেবে কাজ করে চলেছে। প্রতিটি সংখ্যায় বাংলাদেশের অগ্রজ ও তরুণ লেখকদের প্রচুর লেখা মুদ্রণ করে থাকে। লক্ষ্য, বাংলাদেশের সাহিত্যকে পশ্চিম বাংলার পাঠকের কাছে সমমর্যাদা দিয়ে পৌঁছে দেওয়া। এই ভাবনা থেকেই ঐহিক প্রথমবারের মতো বাংলাদেশের দু-জন কবিকে এই বিরল সম্মানে সম্মানিত করছে। প্রতিষ্ঠানটি এই পুরস্কার দিতে পেরে গর্বিত ও আনন্দিত।
এইচআর/এমএস