দুলাল সরকারের একগুচ্ছ কবিতা
হাত খসে যায়
হাত ছুটে যায়, হাত ছুটে যায়
জল পড়ে যায়, জল পড়ে যায়
জল খুলে যায়, জল ছিঁড়ে যায়
অতল তলে অতল তলে
হারিয়ে যায় সে হারিয়ে যায়;
আমার কিছু নিয়ে যায় সে
নিয়ে যায়... শরীর থেকে
আমার থেকে নিয়ে যায় সে
অতিতাশ্রয়ী পলাতক এক
নদীর জলে কিছুটা সময়
কিছুটা সময়... হারিয়ে যায়
সে হারিয়ে যায়
গহীন গুহায়... গহীন গুহায়;
অন্ধপথিক... অন্ধপথিক
ছিন্ন পাতায় করুণ শিশির
কোথায় যায় সে কোথায় যায়
জলের নামটি বলে যায়... বলে যায়
জলের অধর ছুঁয়ে যায়
সে ছুঁয়ে যায়... হাত খসে যায়,
হাত খসে যায়।
জীবন প্রসঙ্গে বলো
জীবন প্রসঙ্গে বলো...
ঝরা পাতাটির কথা থাক,
বন মর্মরের কুহক বেদনা, শাখাচ্ছিন্ন স্মৃতিগুলো
তুমি জীবনের কথা বলো...
পাতায় পাতায় ভরা অশ্বত্থের নাচন প্রসঙ্গে বলো
রৌদ্র ছড়ানো আকাশের কথা, নীল প্রজাপতি প্রিয় ডানা
থৈ থৈ ডাগর দিঘির কথা বলো;
ঝরা পালকের কথা থাক...
সাদামাটা এক কিষাণের
জীবন বপনের কথা বলো... কত মেঘ ও রৌদ্রের লুকোচুরি
কচুরিপানার সাথে নদীর স্রোতের কথা বলো
অকারণে পাখিদের ওড়াউড়ি, গণসংগীতের কথা
আমূল আবদ্ধ শেকড়ের সুপ্ত বাসনার কিলবিল
নদী ও নারীর কথা, ঘাসে ঢাকা
সবুজ মাঠের পাশে এক ছোট্ট গাছে ঢাকা
একটি বাড়ির কথা বলো, সময় সমুদ্রে ওড়া
দ্বীপের অন্বেষণে সেই পাখিটির কথা
দীর্ঘ পথের ব্যাপ্ত চাকাটির কথা
পৃথিবীকে ভালোবেসে যে কথা সে বলেছিল
সেই কাহিনিটি বলো... অন্তর্গূঢ় চেতনার সাথে যে সম্পর্ক স্থাপিত।
কিছু থেকে যায়
কিছু থেকে যায় কিছু থেকে যায়
ছুঁয়ে ছিল, এরকম কিছু থেকে যায়
কিছু গায়, সময়ের পায়ে পায়ে
থেকে যায়, শরীরের প্রত্যয়
কিছু ঋণ নীল সায় থেকে যায়
কিছু হাহাকার, কিছু অনুনয়;
থেকে যায়... কলরব, পাখি ডাক
কিছু থেকে যায়... কিছু অনুভব
পাতা নড়া অশ্বত্থের সারা গায় অশ্বত্থের...
গাঢ় অনুরাগ, পাও পথ
দূর গাঁয়ে আলো মিটমিট
ছায়া পথ ঝড়ে যায়
সাদা আলো কারো চোখ যায়;
শেষ হয় দিন-রাত
নদী নায় দূর আলো
প্রণয়ের ছেড়া তার... জানালায়
কোন চোখ রেখে যায় রেখে যায়;
ভালোবাসার আভাগুলো
ইচ্ছে হয় না আমার চোখে
ফুটুক আলো তোমার হাতের স্পর্শে,
ইচ্ছে হয় না আমার চোখে থাকুক শিশির
সারাদিন তা দেখতে?
বোরোর পাতা মায়ার গহন
পরম কিছু খুঁজতে... ইচ্ছে হয় না ভালো থাকি
ভালো থাকো এমন কিছু ভাবতে?
গোধূলী গন্ধে, দিঘা পাতায়
পাথার পাথার, মাটি মাটি
তেমন কিছু শুকতে,
জনশূন্য পথের প্রান্তে আবেগগুলো ঢেলে দিয়ে
কিশোরবেলা দেখতে?
ভোরের মত অবয়ব চুপ
সৌর পেখম ফুটি ফুটি মা-মা আলোয়
আমার মুখে কাসার বাটি মাজতে,
ইচ্ছে হয় না আমার মুখটি তোমার মুখে
বসিয়ে দিয়ে- তোমার কথাই
আমার কথায় মানব ভাষা পড়তে?
ইচ্ছে হয় না ভালোবাসার আভাগুলোয়
মুগ্ধ মুখে নীল পাতাটি দেখতে?
ইচ্ছে হয় না সম্মেলিত উপাখ্যানে
তুমি আমি আমরা সবাই জড়িয়ে থেকে
বটের তলায় বসতে?
এসইউ/আরআইপি