ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রফিক আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

দেশের অন্যতম কবি রফিক আজাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। রোববার রাতে জাগো নিউজকে এ তথ্য জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. হারিসুল হক।

তিনি বলেন, কবির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামীকাল (সোমবার) তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। মস্তিষ্কে রক্তক্ষরণ, কিডনি এবং হৃদরোগে ভুগছেন তিনি।

অধ্যাপক হারিসুল হক আরো জানান, বিএসএমএমইউ এর উপাচার্য ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান নিয়মিত তাঁর খোঁজ খবর নিচ্ছেন। আজও (রোববার) তিনি তাঁকে দেখতে গেছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কবি রফিক আজাদকে গত শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৩টার দিকে প্রথমে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরে বিএসএমএমইউ-এ নেয়া হয়।

কবির পরিবারের পক্ষ থেকে তার বন্ধু, ভক্ত ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এইচআর/এসএইচএস/পিআর

আরও পড়ুন