ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

‘তিন পুরুষের নেতা ছিলেন ভাসানী’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০২ এপ্রিল ২০২২

‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন শোষণমুক্ত সমাজতন্ত্র, ইসলামী সমাজতন্ত্র, গণতন্ত্রকামী নেতা। তিন পুরুষ ও তিন জাতির নেতা ছিলেন তিনি। নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি অনিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন মাওলানা ভাসানী।’

শনিবার (২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মাওলানা ভাসানী রাজনীতি, দর্শন ও ধর্ম’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড এই উৎসবের আয়োজন করে।

প্রকাশনা উৎসবে মাওলানা ভাসানীর ভাইয়ের ছেলে এম এ রশিদ খান বলেন, মনে, মুখে ও কাজে এক ছিলেন ভাসানী। তিনি তিন পুরুষের নেতা ছিলেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ তিন জাতির নেতা ছিলেন তিনি। ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা ছিলেন তিনি। তার মতো দ্বিতীয়জন আর পাওয়া যাবে না। মজলুমদের জন্য কাজ করে মজলুম নেতা হয়েছেন। বিশ্বের শান্তি ও কল্যাণকামী মানুষের সঙ্গে সৌহার্দ্য ছিল তার। বাঙালি জাতির যা কিছু অর্জন রয়েছে তার সবকিছুতে মাওলানা ভাসানীর অবদান রয়েছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু বলেন, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন করেননি কেউ। ভাসানীই মানুষকে শিখিয়েছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন। ভাসানী রক্ষণশীল মুসলিম ছিলেন না। তিনি ইসলামী সমাজতন্ত্রের যে ধারণা দিয়েছিলেন, তাতে সমাজতন্ত্রকেই প্রাধান্য দিয়েছেন।

বইটির নানা বিষয় তুলে ধরে এর সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন, মাওলানা ভাসানী নির্যাতিত মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। সমাজতান্ত্রিক চিন্তার একজন মজলুম নেতা বাঙালির সব আন্দোলনের প্রেরণা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, যে বইটি লেখা হয়েছে এটি অনেকটা গবেষণামূলক। লেখক অনেক শ্রম দিয়ে বইটি প্রকাশ করেছেন বলেই মনে হয়। ভাসানী যে মহাপুরুষ একজন বরেণ্য রাজনীতিবিদ সেটা নিয়ে আলোচনার অপেক্ষা রাখে না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই তার সঙ্গে পরিচয়। মাওলানা ভাসানীর আবির্ভাব সামন্ত সমাজে। তার যে দর্শন, চিন্তা তা থেকেই সৃষ্টি হয়েছে সমাজতান্ত্রিক চিন্তার। তার জন্য প্রয়োজন বিদ্রোহ, বিপ্লব করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অধ্যাপক আবদুল হাই শিকদার, লেখক ড. মো. ফোরকান মিয়া, একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম আবদুল আজিজ ও লেখক ড. মো. ফোরকান মিয়া প্রমুখ।

আরএসএম/ইএ/এমএস